Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্যাকসিনের বরাদ্দ কমে যাওয়ায় সংকটে পড়েছে এলাকার মানুষ

নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কতৃপক্ষ কাঁথি পৌরসভার ৯ টি কোভিড ভ্যাক্সিনিশান কেন্দ্রের জন্য প্রতিদিনের  কোভিড টীকার বরাদ্দ ৩০০০ হাজার থেকে কমিয়ে ১০০০ করে দিয়েছেন। ৭৫০ কোভিশিল্ড ও ২৫০ কোভ্যাক্সিন টীকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কাঁথি …

 





নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কতৃপক্ষ কাঁথি পৌরসভার ৯ টি কোভিড ভ্যাক্সিনিশান কেন্দ্রের জন্য প্রতিদিনের  কোভিড টীকার বরাদ্দ ৩০০০ হাজার থেকে কমিয়ে ১০০০ করে দিয়েছেন। ৭৫০ কোভিশিল্ড ও ২৫০ কোভ্যাক্সিন টীকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি কাঁথি মহকুমা হাসপাতালে র জন্য মাত্র ২০০টি কোভিশিল্ড ভ্যাকসিন বরাদ্দ হয়েছে। কাঁথি শহর কাঁথি মহকুমা র প্রাণকেন্দ্র। এগরাতে মহকুমা অাদালত না থাকায় কাঁথি ও এগরা মহকুমার মানুষজনকে বিচার প্রার্থী হিসাবে কাঁথি অাদালতে অাসতে হয়।চিকিৎসা, ব্যাবসা-বাণিজ্য,মহকুমা প্রশাসন, থানা,স্কুল- কলেজ,পরিবহন সহ বিভিন্ন পরিষেবা গ্রহণের জন্য গ্রামীণ এলাকা থেকে কাঁথি শহরে প্রতিদিন হাজার হাজার মানুষজনকে কাঁথি শহরে অাসতে হয়।স্বাভাবিকভাবেই কাঁথি পৌর এলাকার ৯ টি ভ্যাকসিনেশান কেন্দ্র সহ কাঁথি মহকুমা হাসপাতালের টীকা কেন্দ্রে কাঁথি পৌরসভার এলাকাবাসী ছাড়াও মফস্বল এলাকার অধিবাসী গণ জীবন-জীবিকা রক্ষা করে টীকা গ্রহণে বেশী অাগ্রহী থাকেন।কাঁথি শহরে পৌরসভা পরিচালিত দুটি স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও লায়ন্স ও রোটারি ক্লাবের ভ্যাকসিনিশান কেন্দ্র সমূহের টীকাকরণ পরিষেবা নিয়ে মানুষের সন্তুষ্টি প্রশংসার দাবী রাখে। তাছাড়া যাঁরা কাঁথি শহরের টীকা কেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তাঁরা কাঁথি শহরেই দ্বিতীয় ডোজ নেওয়াকেই পছন্দ করেন। ভ্যাকসিনের ডোজের কোটা কমিয়ে দেওয়ায় কাঁথি শহরে ভ্যাকসিন সঙ্কট চরম অাকার ধারন করতে বাধ্য। কাঁথি পৌরসভার টীকাকরণ কেন্দ্র সমূহের ভ্যাকসিনের ডোজ প্রতিদিনের জন্য অাগের মত ৩০০০ হাজার কোটা বরাদ্দ করার জন্য কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র প্রাক্তন সদস্য মামুদ হোসেন মৎস্য মন্ত্রী অখিল গিরি ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য অাধিকারিককে অনুরোধ জানিয়েছেন। মৎস্য মন্ত্রী অখিল গিরি অবশ্য সিএমওএইচ কে কাঁথি শহরের জন্য ভ্যাকসিন ডোজ বাড়াবার কথা বলেছেন।

No comments