গত ১৭ জুলাই হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং হলদিয়া বন্দরের শ্রমিক নেতা শ্যামল আদক নামে এফআইআর হয়। ইতিমধ্যেই পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন অনিয়মের তিনি টেন্ডার পাস করেছিলেন সেই অভিযুক্ত জন্য ইতিমধ্যে হলদিয়া প…
গত ১৭ জুলাই হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং হলদিয়া বন্দরের শ্রমিক নেতা শ্যামল আদক নামে এফআইআর হয়। ইতিমধ্যেই পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন বিভিন্ন অনিয়মের তিনি টেন্ডার পাস করেছিলেন সেই অভিযুক্ত জন্য ইতিমধ্যে হলদিয়া পৌরসভার টেন্ডার সংক্রান্ত ফাইল নগর উন্নয়ন দপ্তর হলদিয়া পৌরসভার কাছ থেকে চেয়ে পাঠিয়েছিলেন। হলদিয়া বন্দরে টেন্ডারের জন্য বিভিন্ন অনিয়ম হয়েছে বলেই বন্দরের বহু কন্ট্রাক্টর অভিযোগ তুলে কয়েকজন এফআইআর করেছেন। তারই সুবাদে তদন্ত শুরু হয়েছে এবং হলদিয়া বন্দরের শ্রমিক নেতৃত্ব থাকাকালীন বহু মানুষকে কাজে লাগানোর বিভিন্ন অভিযোগ তুলে এফআইআর হয়। সূত্রের খবর, তদন্তের জন্য হলদিয়া ডক সতীশ সামন্ত শ্রমিক ভবন (চিরঞ্জিব পুর) অফিসে তালা লাগিয়েছে হলদিয়া থানার পুলিশ।
No comments