Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের কাঁথি সাংগঠনিক কোর কমিটির বৈঠক

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের প্রথম উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল রবিবার।বৈঠকে দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামীদিনে পথ চলবে নেতৃত্বরা। প্রতিটি এলাকার সমস্যা মেটাতে ব্লক ভিত্তিক নেতৃত্বকে নির্দেশ দ…

 







পূর্ব মেদিনীপুর জেলার এগরায় কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের প্রথম উচ্চপর্যায়ের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হল রবিবার।

বৈঠকে দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামীদিনে পথ চলবে নেতৃত্বরা। প্রতিটি এলাকার সমস্যা মেটাতে ব্লক ভিত্তিক নেতৃত্বকে নির্দেশ দেবে দলের নেতৃত্ব। বিধানসভা নির্বাচনে বিভিন্ন বুথে পরাজয়ের কারনে ব্লকের অঞ্চল ও বিভিন্ন বুথের সংগঠনের নেতৃত্বদের নিয়ে পর্যালোচনা সাপেক্ষে তা খতিয়ে দেখবে কি কারনে পরাজয় হয়েছে, পাশাপাশি আসন্ন পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি থাকবে তুঙ্গে। 

অ্যান্টি কোরাপশন টিম গঠনের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যেতে চায় তৃণমূল। যা নিয়ে উচ্চ পর্যায় বৈঠক হয় পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা ইউনিটের। 

যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা এগরার বিধায়ক তরুন কুমার মাইতি, চন্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, সহ জেলা তৃণমূলের একাধিক নেতৃত্ব।

তবে অন্যদিকে, দলের নতুন সভাপতি গঠনে দলের অন্দরেই ক্ষোভ সৃষ্টি হতে দেখা যায়। দলের একাংশের মত দীর্ঘদিন দলের সাথে যুক্ত, সুদক্ষ সংগঠক নেতৃত্বদের বাদ দিয়ে নতুন মুখকে দায়িত্ব দেওয়া তাঁদের অপছন্দের। তাঁরা চায়, অর্ধেন্দুশেখর মাইতি, জ্যোতির্ময় করের মতো পুরানো দক্ষ নেতৃত্বকে। যা নিয়ে চাপানউতর শুরু হয় দলের মধ্যে।

No comments