Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়ে উত্তরবাড় নবজাগরণ সংঘের পরিচালনায় শুরু হয়েছে বিক্ষ রোপন।

রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তগত বাগনাবাড় অঞ্চলের উত্তরবাড় গ্রামের উত্তরবাড় নবজাগরণ সংঘের পরিচালনায় পুরো গ্রাম জুড়ে চলতে থাকে বৃক্ষরোপন। ওই গ্রামের রাসমন্দির প্রাঙ্গনে গাছ লাগিয়ে শুরু হয় ওই দিনের কর্মসূচি। উপস্থিত ছিল…

 রবিবার পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তগত বাগনাবাড় অঞ্চলের উত্তরবাড় গ্রামের উত্তরবাড় নবজাগরণ সংঘের পরিচালনায় পুরো গ্রাম জুড়ে চলতে থাকে বৃক্ষরোপন। 

ওই গ্রামের রাসমন্দির প্রাঙ্গনে গাছ লাগিয়ে শুরু হয় ওই দিনের কর্মসূচি। 

উপস্থিত ছিলেন 9 নং অঞ্চলের প্রধান ও ওই গ্রামের পঞ্চাত শ্রী তাপস জানা মহাশয়, প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী শ্রী পবিত্র জানা মহাশয়, গ্রামের সভাপতি শ্রী বাসুদেব মণ্ডল, সহ-সভাপতি শ্রী প্রেসেনজিৎ মাইতি সহ বিশিষ্ট জনেরা। 

কমিটির সভাপতি শ্রী চন্দন দাস অধিকারী বলেন আমরা সারাবছর এরকম সামাজিক মূলক কাজ করেই থাকি। এটাও তার একটি অংশ মাত্র। আগের সপ্তাহে ফুটবল খেলা করেছিলাম, এবং আজ এই কর্মসূচি। আমরা মানুষের এবং সমাজের ভালোর জন্য এরকম কাজ আগামীতেও চালিয়ে থাকবো।

No comments