Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছাত্রছাত্রীদের পাশে বিধায়ক!

ফের মানবিক বিধায়ক। তৃণমূল বিধায়ক উত্তম বারিকের ছাত্রদরদি মনোভাবে অভিভূত স্থানীয় বিধানসভা এলাকার মানুষজন। কেবল জনপ্রিয়তা বা সস্তা প্রচার পাওয়ার জন্য 'দুয়ারে বিধায়ক' কর্মসূচি তিনি চালু করেননি। রবিবারের ঘটনা তা ফের প্রমাণ ক…

 





 ফের মানবিক বিধায়ক। তৃণমূল বিধায়ক উত্তম বারিকের ছাত্রদরদি মনোভাবে অভিভূত স্থানীয় বিধানসভা এলাকার মানুষজন। কেবল জনপ্রিয়তা বা সস্তা প্রচার পাওয়ার জন্য 'দুয়ারে বিধায়ক' কর্মসূচি তিনি চালু করেননি। রবিবারের ঘটনা তা ফের প্রমাণ করল। এ দিন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রীর স্কলারশিপ ও নানা গুরুত্বপূর্ণ কাজের জন্য বিধায়কের স্বাক্ষর এবং শংসাপত্রের প্রয়োজন ছিল। তাই ওই ছাত্রছাত্রীরা বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানতে পারেন, সেই সমস্ত ছাত্রছাত্রীরা পটাশপুর-২ ব্লকের গোবর্ধনপুরে খড়ুই- প্রতাপদিঘী রাজ্য সড়কের উপরে অপেক্ষা করছে। বর্ষার দিনে ছাত্রছাত্রীদের যাতে অন্য কোথাও গিয়ে অসুবিধায় পড়তে না হয় এবং যাতে সেই শিক্ষার্থীদের সময়, খরচ ও পরিশ্রম বাঁচে, সে কথা বিবেচনা করে বিধায়ক উত্তম বারিক গাড়ি করে সটান গোবর্ধনপুরে রাস্তার ধারে পৌঁছে যান। রাস্তার পাশে দাঁড় করানো ছিল একটি মোটরবাইক। সেখানেই ছাত্রছাত্রীদের সস্নেহে ডেকে নেন তরুণ বিধায়ক উত্তম বারিক। তারপর তিনি ছাত্রছাত্রীদের ফর্মে সই করেন। পূর্ণিমা সাউ, অনিন্দিত জানা, মৌমিতা মাইতিরা বিধায়কের এই উদ্যোগ খুবই প্রশংসনীয় বলে জানায়।

No comments