ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/w-lN17eYaMIcovid-19 কালে হাসপাতালে রক্তের সংকট এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন পূর্ব মেদিনীপুর হলদিয়া হাজরা মোড় দূর্গোৎসব কমিটি। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে জন…
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/w-lN17eYaMI
covid-19 কালে হাসপাতালে রক্তের সংকট এবং থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করলেন পূর্ব মেদিনীপুর হলদিয়া হাজরা মোড় দূর্গোৎসব কমিটি। শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে জনকল্যান কাজে নামল হলদিয়ার হাজরামোড় মৈত্রীভূমি।শনিবার সংস্থার উদ্যোগে করোনা স্বাস্থ্য বিধি মেনে একটি মহতী রক্তদান শিবির করা হয়।বর্তমান পরিস্থিতিতে রক্তের ঘাটতি পূরনে এই উদ্যোগ বলে জানিয়েছে উদ্যোক্তারা। সংস্থার সদস্য সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন।রক্ত সংগ্ৰহ করে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।এদিন সংস্থার সভাপতি ভৃগুরাম মন্ডল,সম্পাদক আশীষ কুমার হাজরা, পবিত্র দাস প্রমুখ শিবিরে উপস্থিত ছিলেন।
No comments