Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদলের শৌভিক গুগল অ্যাপে ফ্রি কোচিং পড়ে পুরস্কার পেলেন

পরিবারের আর্থিক অবস্থা ভাল না। মা ১০০ দিনের কাজ করে এবং বাবা দিনমজুর। কোনওরকমে চলে দিদি, বাবা, মাকে নিয়ে চারজনের সংসার। করানার সময় কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে মুশকিল আসান হিসেবে হাজির হয়েছিল গুগল অ্যাপ৷ গুগল …

 





 পরিবারের আর্থিক অবস্থা ভাল না। মা ১০০ দিনের কাজ করে এবং বাবা দিনমজুর। কোনওরকমে চলে দিদি, বাবা, মাকে নিয়ে চারজনের সংসার। করানার সময় কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই পরিস্থিতিতে মুশকিল আসান হিসেবে হাজির হয়েছিল গুগল অ্যাপ৷ গুগল অ্যাপের মাধ্যমে ফ্রি কোচিংয়ের খোঁজ পেয়েছিলেন মহিষাদলের অমৃতবেড়িয়ার পড়ুয়া শৌভিক জানা। মুম্বইয়ের এক অনলাইন এডুকেশন অ্যাপে ফ্রি কোচিং অ্যাপের সর্বভারতীয় পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল। তার মধ্যে  ৯৭ পেয়েছে মহিষাদলের শৌভিক।জানা গিয়েছে, মুম্বইয়ের ওই অনলাইন এডুকেশন অ্যাপে ফ্রি কোচিং অ্যাপের সর্বভারতীয় পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল। তার মধ্যে ৯৭ পেয়েছে মহিষাদলের শৌভিক। তাঁর এই কৃতিত্বের জন্য শৌভিককে একটি ট্যাব পুরষ্কার হিসাবে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শৌভিকের বাড়িতে পৌঁছয় পুরষ্কার। এই ধরনের সর্বভারতীয় পরীক্ষায় পরীক্ষা দিয়ে পুরস্কার পাওয়ায় খুশি প্রতিবেশী থেকে পরিবারের সদস্যরা। শৌভিক মাধ্যমিকে ৬৫১ নম্বর পেয়েছিল। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না হওয়ায় শৌভিকের একটু খারাপ লেগেছে।মহিষাদলে শৌভিক জানা বলেন, ‘‘পরিবারে বড্ড অনটন৷ গুগল অ্যাপের মাধ্যমে ফ্রি অনলাইন অ্যাপের সন্ধান পাই। এক বছর বিনামূল্যে পড়াশোনা করি। একাধিকবার পরীক্ষা নেন ওঁরা। পরীক্ষায় ভাল ফল করায় আমাকে একটি ট্যাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেটা আমার হাতে এসেছে। ট্যাবটি পেয়ে আমার খুব ভাল লাগছে। আগামীদিন পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই সুবিধে হবে৷’’

No comments