Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল ব্লক এ নোটিশ পাওয়ার পর আবাস যোজনার কাজ শুরু করলেন

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  ভোর সরা গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর সামন্ত  বাংলার আবাস যোজনা প্রকল্পে  বাড়ি তৈরি করার প্রথম কিস্তির ৬০ হাজার  টাকা পাওয়ার পরও বাড়ি তৈর…

 





পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অন্তর্ভুক্ত অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত  ভোর সরা গ্রামের বাসিন্দা শ্যামসুন্দর সামন্ত  বাংলার আবাস যোজনা প্রকল্পে  বাড়ি তৈরি করার প্রথম কিস্তির ৬০ হাজার  টাকা পাওয়ার পরও বাড়ি তৈরি করে নাই। মহিষাদল ব্লকের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল এর নির্দেশে , অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েত অফিস থেকে গত ৬ আগস্ট শুক্রবার   শ্যামসুন্দর সামন্ত কে  বাড়ি না তৈরি করার জন্য নোটিশ যায়।


নোটিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা (বাংলার আবাস যোজনা) প্রকল্পে  বিগত- ২০১৯-- ২০২০ আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে একটি বাসগৃহ অনুমোদিত হয় শ্যামসুন্দর সামন্তের নামে। নোটিশে লেখা রয়েছে , নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করতে হবে। অন্যথায় আপনার বিরুদ্ধে সরকারি অর্থ তছ রূপের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নোটিশ পাওয়ার পর শ্যামসুন্দর সামন্ত তড়িঘড়ি করে , বাড়ি তৈরি করার প্রথম স্টেজের অর্থাৎ  ভিতে এর কাজ শুরু করে দিয়েছে। শ্যামসুন্দর সামন্ত জানান,  বাড়ির নানান সমস্যা থাকার জন্য এবং রাজমিস্ত্রি ঠিকমতো পাওয়া যায়নি বলে, আমার নামে পাকা  বাড়ি তৈরীর কাজ এত দেরি হল।

No comments