হলদিয়া পৌরসভা ১৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রতিভা মল্লিক উনার স্বামী গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গোকুল চন্দ্র মল্লিক অসুস্থ। খবর পেয়ে বাড়িতে পৌঁছে গেলেন হলদিয়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আ…
হলদিয়া পৌরসভা ১৬ ওয়ার্ডের কাউন্সিলর প্রতিভা মল্লিক উনার স্বামী গেঁওয়াডাব পঞ্চানন স্মৃতি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক গোকুল চন্দ্র মল্লিক অসুস্থ। খবর পেয়ে বাড়িতে পৌঁছে গেলেন হলদিয়া পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলী (পল্টু) তিনি কাউন্সিলরের সাথে এলাকার উন্নয়ন সম্বন্ধে আলোচনা করলেন। এবং তার সাথে গোকুল বাবু শীঘ্রই সুস্থ হয়ে উঠুক সেই দোয়া কামনা করলেন। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিভা মল্লিকের বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখলেন আজগর আলী মহাশয় ( পূর্ব মেদিনীপুর জেলা তৃনমুল যুব কংগ্রেসের সহ সভাপতি, পৌর পারিশদ হলদিয়া পৌরসভা)
No comments