Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছেলের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী নিকটে পার্থনা পটাশপুরের চন্দনপুর গ্রামের পরিবারের,,

দরিদ্র পরিবারের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তানের  দুটো  কিডনিই অচল। টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের মুখে, এই পরিস্থিতিতে ছেলের প্রান ভিক্ষা চেয়ে মূখ্যমন্ত্রী কাছে চিকিৎসার সাহায্যের জন্য আকুল প্রার্থনা পরিবারের। পূর্ব মেদিনী…

 






 দরিদ্র পরিবারের বাবা মায়ের একমাত্র পুত্র সন্তানের  দুটো  কিডনিই অচল। টাকার অভাবে চিকিৎসা প্রায় বন্ধের মুখে, এই পরিস্থিতিতে ছেলের প্রান ভিক্ষা চেয়ে মূখ্যমন্ত্রী কাছে চিকিৎসার সাহায্যের জন্য আকুল প্রার্থনা পরিবারের। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের এলাকার  চন্দনপুর গ্রামের বাসিন্দা, পঞ্চানন জানা -এর ছেলে শচীন জানা বয়স ২৩ বছর বাবা মায়ের একমাত্র সন্তান শচীন। বাবা প্রান্তিক চাষি খুব দরিদ্র পরিবার। সংসারে অভাব অনটন থাকায় শচীন পড়াশোনা বন্ধ করে এরাজ্য ছেড়ে সিমলায় হোটেলের কাজে চলে যায়। লকডাউনে বাড়ি এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন ধরণের রিপোর্ট  করার পরে ধরা পড়ে শচীনের কিডনি ২ টো নষ্ট হয়ে গেছে। চিকিৎসক বললেন খুব শীঘ্রই কিডনি পরিবর্তন করতে হবে। পরিবার সূত্রে জানা গিয়েছে শচীনকে প্রথম  এগরা তে একটি চিকিৎসার করা হয়, পরে কোলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি কারা হয় তারপর সেখান থেকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। একটি কিটনি যদি পাওয়া যায় তা প্রতিস্থাপন করতে ১৫ লক্ষ টাকার প্রয়োজন। অভাব অনটনে কোনো রকম দিন চলে শচিনের পরিবারের এতো টাকা যোগাড় করবে কি করে সেই চিন্তায় দিন কাটছে সচিনের বাবা মায়ের। শচিনের বাবা মা বলেন এতো  টাকা  যোগাড় করা সম্ভব নয়, না হলে আগামী দিনে হয়তো ছেলেটার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। তাই দরিদ্র পরিবার টাকা যোগাড় করতে না পেরে মূখ্যমন্ত্রীর কাছে ছেলকে বঁচানোর জন্য কাতর আবেদন বাবা মায়ের।

No comments