রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। তাঁর বিস্ময়কর ও সর্বব্যাপী অবদানের কথা ভাবার ক্ষমতা আমার নেই। তাঁর দেবদত্ত প্রতিভার বিচ্ছুরণের পরমাণুবৎ ঝলক তুলে ধরার দুঃসাহসিক চেষ্টা দশটি কবিতায় --- " দশ দিকে রবীন্দ্রনাথ" শীর্ষে। আজ ১০ম …
রবীন্দ্রনাথ সারা পৃথিবীর। তাঁর বিস্ময়কর ও সর্বব্যাপী অবদানের কথা ভাবার ক্ষমতা আমার নেই। তাঁর দেবদত্ত প্রতিভার বিচ্ছুরণের পরমাণুবৎ ঝলক তুলে ধরার দুঃসাহসিক চেষ্টা দশটি কবিতায় --- " দশ দিকে রবীন্দ্রনাথ" শীর্ষে। আজ ১০ম কবিতা : রবীন্দ্রনাথের বিশ্বমানবতাবাদ। আগের কবিতাগুলো ছিল --- রবি কিরণ, স্বাস্থ্য চিন্তায় রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত সুধা, দেশভক্ত রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের শিশু ভাবনা,ধর্ম প্রসঙ্গে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের বিজ্ঞান ভাবনা,রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা, অভিভাবক রবীন্দ্রনাথ।
# রবীন্দ্রনাথের বিশ্বমানবতাবাদ #
অনুভবের বিশ্বকবি
উপলব্ধির দৃষ্টিতে
মেতেছিলেন বিশ্বভাবে
নিত্য নবীন সৃষ্টিতে।।
রবি ঠাকুরের আমিত্ববাদ
সত্যি যদি বুঝতে চাই
এক সত্তায় দুটি আমি'র
উপস্থিতির ঠিকানা পাই।।
ছোট আমি- বড় আমি
দুই ভাবনার সমন্বয়
দুয়ের সঠিক মিশেল হলে
মানুষ তখন পূর্ণ হয়।।
অন্তরে তার বসতবাড়ি
অদেখা সূতার নিয়ন্ত্রণে
সীমার মাঝে অসীম হয়ে
ব্যপ্ত থাকেন বিশ্বমনে।।
অহংবোধের দেয়াল তুলে
সত্যের করি বড়াই
নরদেবতাকে সরিয়ে দূরে
মিথ্যের জালে জড়াই।।
বিশ্বসীমায় সাজিয়েছিলেন
কর্ম- ত্যাগের অর্ঘ্যকে
ধূলায়, কাদায় বেড়ান খুঁজে
মহামিলনের স্বর্গকে।।
ব্যক্তিমনের উত্তরণে
বিশ্ববমানব নিত্য হয়
মানুষ গড়ার হাতছানিতে
কর্ম তখন বিশ্বময়।।
রবীন্দ্রনাথ বিশ্বমানব
বিশ্বের তালে নেচে
সবার মাঝে অমর আজও
বিপুলভাবে বেঁচে।।
No comments