৭ ই আগস্ট ২০২১, বাংলা বাইশে শ্রাবণ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে র উদ্যোগে যথাযথ মর্যাদায় শ্রদ্ধায় উদযাপিত হল কবিগুরুর ৮১ তম প…
৭ ই আগস্ট ২০২১, বাংলা বাইশে শ্রাবণ তারিখে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা শিক্ষারত্ন শ্রীমতি দুর্গারানী দে র উদ্যোগে যথাযথ মর্যাদায় শ্রদ্ধায় উদযাপিত হল কবিগুরুর ৮১ তম প্রয়াণ দিবস। উপস্হিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও কমিউনিটির ছাত্রবৃন্দ। এদের মধ্যে বিশেষ করে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্রী ও সুচেতনা সায়েন্স ক্লাবের সদস্য সাহেবা খাতুন ও আরজিনা খাতুন। বিদ্যালয়ের আর এক কৃতি প্রাক্তন ছাত্রী আমরিন খাতুন বর্তমানে ব্যাঙ্গালোরে নার্সিং পাঠরতা উপস্হিত হয়েছিলেন। বিক্রম সারাভাই টেকনিশিয়ান সেন্টার নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের সেক্রেটারি ছাত্র সেক আসিক ও উপস্হিত হয়েছিল। অন্তরের আকুতিতে গভীর শ্রদ্ধায় তারা শিক্ষিকার সঙ্গে কবিগুরুর প্রয়াণ দিবস উদযাপনে অংশগ্রহণ করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত আলোচনা এবং তাঁর কবিতা পাঠের মধ্য দিয়ে উদযাপিত হয় কবিগুরুর প্রয়াণ দিবস।
No comments