প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃশুক্রবার মহরমের রাতে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর পটাশপুর। পটাশপুর দু'নম্বর ব্লকের খাড় বাজারে ও খাড় বাসস্ট্যান্ডের ওপর মহরম এর রাস্তা পারাপার করতে গিয়ে এক টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। …
প্রদীপ মাইতি, পূর্ব মেদিনীপুরঃশুক্রবার মহরমের রাতে ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর পটাশপুর। পটাশপুর দু'নম্বর ব্লকের খাড় বাজারে ও খাড় বাসস্ট্যান্ডের ওপর মহরম এর রাস্তা পারাপার করতে গিয়ে এক টোটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সামনে এরকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, পুলিশের সামনে তারই প্রতিবাদে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশকে ঘিরে । এখনও পর্যন্ত উত্তপ্ত গোটা এলাকা, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
No comments