৭৫ তম স্বাধীনতা দিবসে তমলুকের- পূর্ব মেদিনীপুর জেলা সি,পি,আই(এম)র দপ্তরের সামনে এবং নিমতৌড়ি চকে বামফ্রন্টের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দেশ রক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। জেলা দপ্তরে জাতীয় পতাক…
৭৫ তম স্বাধীনতা দিবসে তমলুকের- পূর্ব মেদিনীপুর জেলা সি,পি,আই(এম)র দপ্তরের সামনে এবং নিমতৌড়ি চকে বামফ্রন্টের উদ্যোগে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দেশ রক্ষার শপথ পাঠের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। জেলা দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান সি,পি,আই(এম) নেতা দীর্ঘদিনের বিধায়ক ও সাংসদ প্রশান্ত প্রধান। নিমতৌড়ি চকে বামফ্রন্টের অনুষ্ঠানে জাতীয় পতাকা তোলেন জেলা বাম ফ্রন্টের আহ্বায়ক ও জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। দুটি জায়গায় শপথ বাক্য পাঠ করান রাজ্য কমিটির সদস্য ও জেলা বামফ্রন্টের নেতা হিমাংশু দাস। উপস্থিত ছিলেন বামফ্রন্টের বর্ষিয়ান নেতা অমৃত মাইতি, মহাদেব মাইতি, রীতা দত্ত, গৌতম পন্ডা, চন্দ্রশেখর পাঁজা, যাদবেন্দ্র সাহু, নিমাই মেটিয়া, সৈকত গিরি,তুষার ভৌমিক, মদন মাইতি, মানস ভুঁইয়া সহ অন্যান্য নেতৃত্বগণ।
এ দিন জেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ও জেলানেতা মহাদেব মাইতি সহ অনেকে অংশগ্রহণ করেন।
No comments