Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভূমি ও কৃষি সেচ দপ্তরের দায়িত্বভার দিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী

বর্তমান মহিষাদল পঞ্চায়েত সমিতির জনপ্রিয় ভূমি  কর্মাদক্ষ রাখাল চন্দ্র মন্ডল। তিনি পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাদক্ষ হিসাবে সুনামের সহিত কাজকর্ম করে যাচ্ছেন।  রাখালবাবু কে আরো একটি কর্মাধ্যক্ষের অর্থাৎ কৃষি সেচ দপ্তরের  দায়িত্বভার…

 





বর্তমান মহিষাদল পঞ্চায়েত সমিতির জনপ্রিয় ভূমি  কর্মাদক্ষ রাখাল চন্দ্র মন্ডল। তিনি পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাদক্ষ হিসাবে সুনামের সহিত কাজকর্ম করে যাচ্ছেন।  রাখালবাবু কে আরো একটি কর্মাধ্যক্ষের অর্থাৎ কৃষি সেচ দপ্তরের  দায়িত্বভার দিলেন মহিষাদল  বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী । বর্তমানে বিধায়ক তিলক বাবু  মহিষাদল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দায়িত্বে রয়েছেন। তিনি রাখালবাবু কে দায়িত্ব দেওয়ার পর রজনীগন্ধার মালা পরিয়ে  শুভেচ্ছা জানাচ্ছেন। এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে আরো বেশি বেশি করে ত্বরান্বিত করতে হবে বলে রাখাল চন্দ্র মন্ডল কে তিলক বাবু জানান। মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি  শিউলি দাস জানিয়েছেন ,গত ২৭ জুলাই২০২১  মঙ্গলবার , রাখাল চন্দ্র মণ্ডলকে কৃষি দপ্তরের দায়িত্বভার দেওয়া হয়। বর্তমানে রাখাল চন্দ্র মন্ডল দুটি দপ্তরের অফিশিয়াল  কাজকর্ম একসাথে  সামলাচ্ছেন।

No comments