কাঁথি মুসলিম শরাহ্ কমিটির অন্তর্গত ৪ টি সাতবস্তী এলাকায় কোভিড বিধি মেনে হায়দ্রী মিল্লত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়।কাঁথি মুসলিম স্হানীয় সাতবস্তীর হায়দ্রী মিল্লত দারুয়া কারবালা ময়দানে অায়োজিত হয়। সভাপতিত্ব করেন স্হানীয় স…
কাঁথি মুসলিম শরাহ্ কমিটির অন্তর্গত ৪ টি সাতবস্তী এলাকায় কোভিড বিধি মেনে হায়দ্রী মিল্লত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়।কাঁথি মুসলিম স্হানীয় সাতবস্তীর হায়দ্রী মিল্লত দারুয়া কারবালা ময়দানে অায়োজিত হয়। সভাপতিত্ব করেন স্হানীয় সাতবস্তীর সাহেবে সদর মসীউদ্দিন অালমগীর।কাঁথি বসন্তিয়া মুসলিম সাতবস্তীর সর্দার সেক এস্রাফিল-এর নেতৃত্বে হায়দ্রী মিল্লত অায়োজিত হয়। দেশপ্রাণ ব্লকের মৈশামুণ্ডা হায়দ্রী মিল্লত মাঠে চৌদ্দ বস্তীর মিল্লাতে সভাপতিত্ব করেন সর্দার সেক অাহমেদুল ইসলাম।কাঁথি উত্তর মুসলিম সাতবস্তীর হায়দ্রী মিল্লত অনুষ্ঠান অায়োজিত হয় ফুলেশ্বর বড়খান সাহেবের অাস্তানা ময়দানে। সভাপতিত্ব করেন সর্দার সেক নুরুল অালি।কাঁথি পশ্চিম সাতবস্তীর হায়দ্রী মিল্লত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্দার কমরুল অালি শাহ্।কাঁথি মুসলিম শরাহ্ কমিটির সভাপতি অাবদুর রহমান মণি ৪ টি সাতবস্তীর হায়দ্রী মিল্লত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য অাগামী ২০ শে অাগষ্ট দারুয়া কারবালা ময়দানে কোভিড বিধি মেনে তাজিয়া মিল্লত অনুষ্ঠান অায়োজিত হবে।রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন পবিত্র মহরম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কোভিড বিধি মেনে সম্প্রীতি ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে মহরম পালনের অাহ্বান জানিয়েছেন।
No comments