Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় কাউন্সিলরের গদ্দার ও মীরজাফর নামে পোস্টার, চাঞ্চল্য শিল্প শহরে

হলদিয়া পুরসভার কাউন্সিলরের নামে পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। হলদিয়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সত‍্যব্রত দাসের নামে বৃহস্পতিবার সকালে সুতাহাটা বাজার এলাকায় একটি পোস্টার দেখা যায়। যেখানে লেখা রয়ে…

 






 হলদিয়া পুরসভার কাউন্সিলরের নামে পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। হলদিয়া পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সত‍্যব্রত দাসের নামে বৃহস্পতিবার সকালে সুতাহাটা বাজার এলাকায় একটি পোস্টার দেখা যায়। যেখানে লেখা রয়েছে 'তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে এলাকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কেন মীরজাফর সত্যব্রত দাস(স্বপন) জবাব চাই জবাব দাও।' উল্লেখ্য, গত পুরসভা নির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়লাভ করে কাউন্সিলর হন শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতা সত‍্যব্রত দাস। হলদিয়া পৌরসভার 1১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যব্রত দাস পরবর্তীকালে চেয়ারম্যান ইন কাউন্সিলর নির্বাচিত হন। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল কুমার আদক ঘনিষ্ঠ  বলেই এলাকার মানুষ জানতেন । বিশেষ সূত্রে জানা যায়, সত্যব্রত দাস চলতি মাসেই হলদিয়া পৌরসভার কাউন্সিলর পদ থেকে পদত্যাগ করেছেন, হলদিয়া মহকুমা শাসককে তিনি ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়ে ছিলেন। হলদিয়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল বলেন সত্য বাবু মহকুমা শাসকের কাছে ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন তার কাউন্সিলর পদ  খারিজ হবে কিনা তা মহকুমাশাসক ঠিক করবেন। ইতিমধ্যে প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদক নামে বিভিন্ন জায়গায় হলদিয়া পৌরসভা কাজের টেন্ডার সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি হয়েছে। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক তার সব থেকে প্রিয় লোক ছিলেন সত্যব্রত দাস তাকে দিয়ে অনেক টেন্ডার পাস করানো হয়েছে হলদিয়া পৌর এলাকার সিংহভাগ কাজ করতেন সত্যব্রত দাস। ইতিমধ্যে হলদিয়া পৌরসভা বহু টেন্ডার সংক্রান্ত ফাইল নগর উন্নয়ন দপ্তর চেয়ে পাঠিয়েছিলেন এবং তারই নিরিখেই তদন্ত শুরু হয়েছে। তবে একুশে বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী দল বদল করার পরই। রাজ্য বিজেপির সদর দপ্তর থেকে শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর বিজেপি দলে যোগদান করেন। যার মধ্যে অন্যতম ছিলেন সত্যব্রত দাস ও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক। এরপর বৃহস্পতিবার সকালে তার নামে নিজের ওয়ার্ড এলাকায় বেশ কয়েকটি পোস্টার পড়ে। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও পোস্টারের খবর জানাজানি হতেই সত্যব্রত দাসের অনুগামীরা কিছুক্ষণ পরেই ওই পোস্টার ছিঁড়ে দেয়। অনেকেই এই পোস্টারের ছবি তুলতে গিয়ে তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ছবি ডিলিট করে দেয় বলেও অভিযোগ শোনা যায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউন্সিলর সত্যব্রত দাসের কোন বক্তব্য পাওয়া যায়নি।


No comments