গায়ে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধেরআচমকা রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টারের তার গায়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার চৈতন্যপুর গ্রা…
গায়ে বিদ্যুতের তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
আচমকা রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টারের তার গায়ে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত গোবিন্দপুর এলাকায়। সূত্রে,জানা গেছে ওই বৃদ্ধের নাম গৌর হরি দাস(৭০)। তিনি নিজের বাড়ি গোবিন্দপুর থেকে চৈতন্যপুর বাজারের দিকে হেঁটে হেঁটে আসছিলেন। এমন সময় আচমকা রাস্তার ধারে থাকা বিদ্যুৎ পোস্টারের তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে যায়। বিদ্যুৎবাহী তার ওই বৃদ্ধের গোটা গায়ে জড়িয়ে যায়। সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এই বৃদ্ধের। আশেপাশের লোকজনেরা দেখতে পেয়ে স্থানীয় সুতাহাটা থানায় খবর দিলে পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে হলদিয়া মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। ইতিমধ্যে ইলেকট্রিক তারের কেবিল পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন ইলেকট্রিক অফিস বিভিন্ন জায়গায়। কিন্তু এখনো গ্রামবাংলার ভিতরে ইলেকট্রিক তার রয়ে গেছে তা দ্রুত কেবিল লাগানোর দাবি তুললেন ওই এলাকার মানুষজন।
No comments