সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে শিশুদের জন্য আমার ছোট্ট উপহারগোমড়ামুখো আমড়াআটি,তোর বসতি কামারহাটি?হাসতে তোকে শেখায় নি কেউ?কেবল কাঁদিস ভেউ ভেউ ভেউ?কে করেছে হাসতে তোকে মানা!তুই কি তবে রামগড়ুরের ছানা?পেঁচার মতো তাই বুঝি মুখখানা?হাসল…
সবাইকে প্রভাতী শুভেচ্ছা জানিয়ে
শিশুদের জন্য আমার ছোট্ট উপহার
গোমড়ামুখো আমড়াআটি,
তোর বসতি কামারহাটি?
হাসতে তোকে শেখায় নি কেউ?
কেবল কাঁদিস ভেউ ভেউ ভেউ?
কে করেছে হাসতে তোকে মানা!
তুই কি তবে রামগড়ুরের ছানা?
পেঁচার মতো তাই বুঝি মুখখানা?
হাসলে পরে মুখ যেন চাঁদপানা!
সারাটা দিন থাকিস গোমড়া মুখে,
মন খারাপ করিস কোন দুখে?
একবারটি খিলখিলিয়ে হাস না,
ফুরফুরে মন কেমন মেলে পাখনা।
No comments