মহিষাদল সং হত শিশু বিকাশ সেবা প্রকল্পের আয়োজনে সাধারণ সভা ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রব…
মহিষাদল সং হত শিশু বিকাশ সেবা প্রকল্পের আয়োজনে সাধারণ সভা ও সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে অনুষ্ঠিত হলো। প্রধান অতিথি হিসেবে এই সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন। মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস। এছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ্য তরুণ কান্তি মন্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ মানস পন্ডা, ভূমি কমাধক্ষ্য রাখাল চন্দ্র মন্ডল , নারী ও শিশু বিভাগের কমাধক্ষ্য দীপা পন্ডা ও লক্ষ্যা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা মাইতি প্রমূখ। ব্লকের বিভিন্ন আই .সি .ডি.এস কেন্দ্রের শিক্ষিকা ও সহায়িকাগন মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী কে গোলাপ ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানায়।মহিষাদল ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এর উদ্যোগে আজকের অনুষ্ঠান মহিষাদল রবীন্দ্র পাঠাগার মঞ্চে অনুষ্ঠিত হল। বলে জানান , শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সুজন দাস।
No comments