Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে কেন্দ্রের z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া নিয়ে মন্ত্রী অখিল গিরির কটাক্ষ

মহিষাদলঃ  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কেন্দ্রের পক্ষ থেকে z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে  শুক্রবার মহিষাদল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহিষাদল…

 







মহিষাদলঃ  রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারীকে কেন্দ্রের পক্ষ থেকে z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে  শুক্রবার মহিষাদল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি  বলেন, ভ্যাকসিন ও ঘূর্ণিঝড় যশ ও প্রাকৃতিক বিপর্যয়ের  জন্য অর্থের আবেদন জানানো হলেও তা দেওয়া হয়নি। কিন্তু নিজেদের দলের সাধারন নেতাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে z ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে। একজন মন্ত্রী ও রাজনৈতিকবিদ হিসাবে এর নিন্দা করছি। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলে রাজ্য আই এন টি টি ইউ সির সভাপতি  ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তিলক চক্রবর্তী  সহ অন্যান্যরা।।

No comments