দক্ষিণ কাঁথি ও উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে অাগামী ২২ শে অাগষ্ট রাখীবন্ধন উৎসব উপলক্ষে কাঁথি শহরে সম্প্রীতি দিবস পালিত হবে। সম্প্রীতি দিবস পালনের প্রস্তুতি সভা অাজ কাঁথি শহরের ৩ ন…
দক্ষিণ কাঁথি ও উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে অাগামী ২২ শে অাগষ্ট রাখীবন্ধন উৎসব উপলক্ষে কাঁথি শহরে সম্প্রীতি দিবস পালিত হবে। সম্প্রীতি দিবস পালনের প্রস্তুতি সভা অাজ কাঁথি শহরের ৩ নং ওয়ার্ডের শীতলা মন্দির সংলগ্ন মাঠে অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতা উত্তম গিরি। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা প্রশাসকমন্ডলী র সদস্য সুপ্রকাশ গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রশাসকমন্ডলী র সদস্য রত্নদীপ মান্না, জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ মাইতি, সেক সুরজ অাল অামন, জুবায়ের বিন রব, ডেভিড ফ্র্যান্সিস,শশাঙ্ক হাজরা,সাহানা মিশ্র,সেক রাহেদ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি ও কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক উত্তম বারিকের মহরম উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি অাসন্ন মহরমে শান্তি ও সম্প্রীতি রক্ষা করার অাবেদন জানান। কাঁথি পৌরসভা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে উন্নয়নের জয়যাত্রা সুনিশ্চিত করতে দায়বদ্ধ বলে জানান মামুদ হোসেন। কাঁথি শহরে বিজেপির মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতির বাতাবরণ কে মজবুত করার অাবেদন জানান মামুদ হোসেন। অাগামী ২২ শে অাগষ্ট কাঁথি শহরে সম্প্রীতি দিবস পালনের অাহ্বান জানান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি ও মামুদ হোসেন।
No comments