Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জিনিসের মূল্য বৃদ্ধি,কোভিড ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে ও ভুয়া ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তি দাবিতে বামফ্রন্টের মিছিল

ডিজেল-পেট্রোল, রান্নার গ্যাসের দাম বাড়ার ফলেদিনে,দিনে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি,কোভিট ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে ও ভুয়া ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তি এবং সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দ্রুততার সাথে বিলি বন্টনের দাবি…

 





ডিজেল-পেট্রোল, রান্নার গ্যাসের দাম বাড়ার ফলেদিনে,দিনে প্রতিটি জিনিসের মূল্য বৃদ্ধি,কোভিট ভ্যাকসিন নিয়ে দলবাজির প্রতিবাদে ও ভুয়া ভ্যাকসিন কান্ডে জড়িতদের শাস্তি এবং সকলের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দ্রুততার সাথে বিলি বন্টনের দাবিতে --খেজুরি ২ ব্লকে বামফ্রন্টের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচি সংগঠিত হয়। নেতৃত্ব দেন সি,পি,আই(এম)র রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস ,খেজুরি এরিয়া কমিটির সম্পাদক মৃন্ময় মাইতি, অতুল্য উকিল, স্বদেশ  মাইতি, রত্নেশ্বর দোলোই, শেখ মহরম, বিশ্বজিৎ দিন্দা, কৃষ্ণেন্দু দাস প্রমূখ নেতৃত্বগন।  এদিন সকালে খেজুরীর ২ ব্লকের কুঞ্জ পুর বাজার,কশারিয়া মোড় এলাকাগুলিতে মিছিল   পথ পরিক্রমা করে। মিছিলের শেষে বাজারে বিক্ষোভ সভায় নেতৃত্বগণ বলেন খেজুরির সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে গত ইয়াসের বিধ্বংসী ঝড়ে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষজনকে বঞ্চিত করে সরকারি দলের ও পঞ্চায়েতের দলবাজির কথা তুলে ধরা তুলে ধরেন। গরীব সাধারন মানুষের এখনো ঘরবাড়ি সেই একই অবস্থায় পড়ে রয়েছে। সম্প্রতি কয়েকদিনের অতি বর্ষণের ফলে গোটা এলাকা প্রায় জলের তলায় ।এবারের আমন চাষ কিভাবে হবে তার চাষীদের এই নিয়ে দুশ্চিন্তার শেষ নেই ।কৃষক, খেতমজুর ও শ্রমজীবি মানুষের স্বার্থে অবিলম্বে সরকারকে এই চাষে আর্থিক সাহায্য ছাড়া ও সবরকম সাহায্য- সহযোগিতার ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন নেতৃত্বগন।

No comments