Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চিকোমাগোরী ফুলের গাছ--- প্রনব দাস

-সান্ধ্যকালীন শুভেচ্ছা সকলকে জ্ঞাপন করছি ।মহাত্মা গান্ধী ভবনের এলাকা এইরূপ কয়েকটি গাছ রয়েছে যা সারা বছর ফুলে ফুলে ভরপুর থাকে ।এছাড়া যেসব ফুলের গাছ রয়েছে যেমন পলাশ , কৃষ্ণচূড়া , স্বর্ণচাঁপা , কাঞ্চন , হেলিকেনিয়া , গন্ধরাজ , ট…

 




-

সান্ধ্যকালীন শুভেচ্ছা সকলকে জ্ঞাপন করছি ।

মহাত্মা গান্ধী ভবনের এলাকা এইরূপ কয়েকটি গাছ রয়েছে যা সারা বছর ফুলে ফুলে ভরপুর থাকে ।

এছাড়া যেসব ফুলের গাছ রয়েছে যেমন পলাশ , কৃষ্ণচূড়া , স্বর্ণচাঁপা , কাঞ্চন , হেলিকেনিয়া , গন্ধরাজ , টগর , পুলমেরিয়া , ভেনসতারা ,জবা ,বেল ,বেগমবেলিয়া ,চিকোমাগৌরী ,অশোক ,কুন্দন ,মাধবিলতা ,করবী ,কোলকা ,লিলি ,মিলি , রঙ্গন ,শিউলি ,এডেনিয়াম ,এলামুন্ডা ,কদম  এবং অর্কিড ।প্রতিটি গাছের বয়স দশ

বছরের উপর ।

প্রকৃতিপ্রেমী এবং ফুলের মধ্যে পরিবেষ্টিত হয়ে সব সময় থাকতে ভালবাসতেন তিনি  গাছগুলিকে রোপন করেছিলেন ।

প্রয়াত কবি ও সাহিত্যিক এবং প্রকৃতিপ্রেমী শ্রীমতি তমালিকা পন্ডা শেঠ এত রকমের গাছের শোভা ও সৌন্দর্য এর পরিবেশ তৈরি করে দিয়েছেন ।

কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করছি ।

No comments