আজকে ১০০ জন ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে দেশপ্রান ব্লকে মির্জাপুর স্ট্যান্ডে রবীন্দ্র ইন্সস্টিউট অফ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন সেন্টারে শুভ উদ্ভোধন হলো। এই অনুষ্ঠানে শুভ উদ্ভোধন করলেন কলকাতা রবীন্দ্রনাথ ইন্সস্টি…
আজকে ১০০ জন ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে দেশপ্রান ব্লকে মির্জাপুর স্ট্যান্ডে রবীন্দ্র ইন্সস্টিউট অফ ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন সেন্টারে শুভ উদ্ভোধন হলো। এই অনুষ্ঠানে শুভ উদ্ভোধন করলেন কলকাতা রবীন্দ্রনাথ ইন্সস্টিউটের ডিরেক্টর তাজ মহম্মদ। কাঁথির নোবেল গ্রুপ অফ ইন্সস্টিউডের চেয়ারম্যান বিমল সর্দার।ভাইস চেয়ারম্যান পবিত্র ভুঞ্যা। পশ্চিম গৃহ শিক্ষক কল্যান সমিতির দেশপ্রান ব্লক ইউনিটের সম্পাদক দীপু খান।বিশিষ্ট সমাজ সেবী দেব নারায়ন হাজরা।নবকুমার মাইতি।আজকের এই সমগ্র অনুষ্ঠানটিকে পরিচালিত করেন গৃহ শিক্ষক কল্যান সমিতির সদস্য আশিষ পন্ডা।সুখেন্দু মাইতি। অনুষ্ঠানের সঞ্চালক করেন বিশিষ্ট শিক্ষক সন্দীপ মাইতি। আগামী দিনে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতের লক্ষ্য বা দিশা কি হবে।কি কি বিষয় নিয়ে পড়লে ছাত্র ছাত্রীরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই বিষয় সমন্ধে ছাত্র ছাত্রীদের কাছে তুলে ধরেন কলকাতার রবীন্দ্রনাথ ইন্সস্টিউটের ডিরেক্টর তাজ মহম্মদ।সবশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই অনুষ্ঠানের সভাপতি চাঁপাতলা হাইস্কুলের প্রাক্তন শিক্ষক বাদল কুমার সেন।
No comments