খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী কে ফুলের মালা ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানালেন ভোল সা রা মিতালী সংঘের সদস্য বৃন্দ গণ।
মহিষাদল ব্লকের অন্তর্গত ভোলসারা মিতালী সংঘের ফ…
খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক কুমার চক্রবর্তী কে ফুলের মালা ও স্মারক দিয়ে সম্বর্ধনা জানালেন ভোল সা রা মিতালী সংঘের সদস্য বৃন্দ গণ।
মহিষাদল ব্লকের অন্তর্গত ভোলসারা মিতালী সংঘের ফুটবল মাঠে খেলা হবে দিবস উপলক্ষে সকাল থেকে একটি প্রীতিপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বলে জানিয়েছেন ,ক্লাবের সভাপতি প্রশান্ত বেতাল। খেলা হবে দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যায় মিতালী সংঘের ক্লাব প্রাঙ্গণে বিধায়ক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, শিক্ষা কর্মা দক্ষ মানস পন্ডা । এছাড়াও উপস্থিত ছিলেন অমৃত বেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিমালা প্রামানিক, সমাজসেবক প্রবীর প্রামানিকসহ অন্যান্য গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গণ। আজকের এই শুভ সন্ধ্যায় ভোল সারা গ্রামের প্রাক্তন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্বর্ধনা জানায় ক্লাবের সদস্য বৃন্দ গণ। ক্লাবের সভাপতি প্রশান্ত বেতাল আরও জানায়, এলাকার দুস্থ 100 দিনের ওয়ার্কারদের ঝুড়ি-কোদাল ইত্যাদি কাজের সামগ্রী অনুষ্ঠান মঞ্চ থেকে তাদের হাতে তুলে দেন মহিষাদল এর বিধায়ক তিলক কুমার চক্রবর্তী।
No comments