হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস উৎযাপন করা হলো হলদিয়া দূর্গাচক নিউমার্কেটের সামনে।উক্ত সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি দেবপ্রসাদ মন্ডল,নবনির্যুক্ত জেলা আই.এন.টি.টি.ইউ.সির সভ…
হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খেলা দিবস উৎযাপন করা হলো হলদিয়া দূর্গাচক নিউমার্কেটের সামনে।উক্ত সভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি দেবপ্রসাদ মন্ডল,নবনির্যুক্ত জেলা আই.এন.টি.টি.ইউ.সির সভাপতি তাপস মাইতি,জেলা যুব সভাপতি অভিষেক দাস, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল,হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হলদিয়া বিধানসভার তৃনমূল কংগ্রেসের কোঅডিনেটর স্বপন নস্কর, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সেক আজিজুল রহমান,জেলা যুবনেতা অর্নব দেবনাথ,বর্ষীয়ান নেতৃত্ব নরেন পাত্র,পার্থ বটব্যাল, জগন্নাথ মান্না, রবি খাটুয়া,জ্যোতি দাস,এছাড়াও হলদিয়া পৌরসভার অনান্য কাউন্সিলারবৃন্দ ও অনান্য নেতৃত্ববৃন্দ।অনুষ্ঠানের শেষে শতাধিক ক্লাব কে খেলার সামগ্রী প্রদান করা হয় ও কাবাডি টিমের চ্যাম্পিয়ান ও রানার্সকে ট্রফি তুলে দেওয়া হয়।
No comments