Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি মহকুমা আদালত চত্বর প্রাকৃতিক করার উদ্যোগ কাঁথি লায়ন্স ক্লাবের

পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত অখন্ড কাঁথি মহকুমার (বর্তমানে কাঁথি ও এগরা পৃথক মহকুমা) একমাত্র আদালতকে আরো প্রাকৃতিক ও মনোরম করে তোলার উদ্যোগ নিলো কাঁথি লায়ন্স ক্লাব।শনিবার আনুষ্ঠানিক ভাবে সেই প্রক্রিয়ার সূচনা করলেন কাঁথি মহকুমা …

 




পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত অখন্ড কাঁথি মহকুমার (বর্তমানে কাঁথি ও এগরা পৃথক মহকুমা) একমাত্র আদালতকে আরো প্রাকৃতিক ও মনোরম করে তোলার উদ্যোগ নিলো কাঁথি লায়ন্স ক্লাব।শনিবার আনুষ্ঠানিক ভাবে সেই প্রক্রিয়ার সূচনা করলেন কাঁথি মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সঞ্জীব দে ও কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।

এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারক মৌমিতা ভট্টাচার্য(অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ২),রুপমা ব্যানার্জী (অ্যাডিশনাল ফাস্ট কোর্ট),সিদ্ধার্থ সর্দার (ফাস্ট মুন্সিফ কোর্ট),লায়ন্স ডিস্ট্রিক্টের জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের সার্ভিস চেয়ারপার্সন জগদীশ দীন্ডা,শুভ্রকান্তি সামন্ত,অপূর্ব মুখার্জী,কাঁথি ক্রিমিন্যাল বার অ্যাসোসিয়েশানের সভাপতি আইনজীবি অসিত মাইতি,সিভিল বার অ্যাসোসিয়েশানের সভাপতি  আইনজীবি   প্রভাংশু সামন্ত,সম্পাদক শুভদীপ বেরা,অমিত ত্রিপাঠী,রামকৃষ্ণ পন্ডা,মঞ্জুর রহমান খান প্রমুখ।

কাঁথি লায়ন্স ক্লাবের এনভায়ারনমেন্ট কমিটির চেয়ারম্যান পীযুষকান্তি চক্রবর্তী জানিয়েছেন সিভিল বার অ্যাসোসিয়েশানের কর্মকর্তারা আদালত চত্বরকে আরো সবুজ করে তোলার জন্যে ক্লাবকে এগিয়ে আসার আবেদন জানান।তার পরেই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র বলেন প্রতিদিন প্রচুর মানুষ আদালতে আসেন।তাই আদালত চত্বরকে আরো দূষনহীন করার উদ্যোগ নেওয়া হয়েছে।এই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ফুল-পাতাবাহার গাছ সহ অন্যান্য ধরনের গাছ লাগানো হবে আদালত চত্বরে।তাই এদিন সিভিল বার অ্যাসোসিয়েশানের সামনে একটি বকুল গাছের চারা লাগিয়ে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হল।

কাঁথি লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে আদালতের বিচারপতিরা সাধুবাদ জানিয়েছেন।একই সাথে আইনজীবিরাও প্রশংসা করেছেন।

No comments