পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ২ নং ওয়ার্ডের ঘটনা । পাখিমারা এয়ারগান বন্দুকের গুলিতে জখম হনুমান। এগরা পুরসভার ২ নং ওযটার্ডের দলআলুয়া গ্রামের এক জঙ্গলে ২৭ ঘন্টা জখম অবস্থায় পড়ে থাকার পর বনদপ্তর উদ্ধার করে গুলিতে আহত হনুমানটিকে…
পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার ২ নং ওয়ার্ডের ঘটনা ।
পাখিমারা এয়ারগান বন্দুকের গুলিতে জখম হনুমান।
এগরা পুরসভার ২ নং ওযটার্ডের দলআলুয়া গ্রামের এক জঙ্গলে ২৭ ঘন্টা জখম অবস্থায় পড়ে থাকার পর বনদপ্তর উদ্ধার করে গুলিতে আহত হনুমানটিকে,তাঁরপর তাঁকে শুশ্রুষার জন্য নিয়ে চলে যায়। কিন্তু দীর্ঘসময় জখম অবস্থায় পড়ে থাকার পরও খবর পেয়ে বনদপ্তর বা পুলিশ প্রশাসন দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা। এর আগেও ওই এলাকার একই ব্যক্তি নিজের এয়ারগান পাখিমারা বন্দুক দিয়ে হনুমান হত্যা করেছিল । ফের একই কাজ আবারও করে ওই ব্যক্তি,তবে ওই ব্যক্তি বিজেপি কর্মী বলে পরিচিত। রামভক্ত হনুমানকে কিভাবে গুলি করে ওই বিজেপি কর্মী বার বার নিধন করছে তা নিয়ে থাকছে প্রশ্ন। এলাকার মানুষজন বলেন একজন শিক্ষক হয়ে নিজের এয়ারগান দিয়ে বারে বারে হনুমান নিধন করছেন ওই ব্যক্তি , তাই তা যেন বন্ধ হয় তাঁর ব্যবস্থা করা হোক।
No comments