Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তুমি -শুভ্রা দাস

তোমার উন্মুক্ত বুক ,,,,আমার খোলা আকাশ --যেখানে মুখ গুঁজে হারিয়ে যাই তারাদের ভিড়ে, জ্যোৎস্নার স্নিগ্ধতা, স্বপ্নের আনাগোনা বক্ষ জুড়ে ।বাঁধো যখন বাহুডোরে,,,,খুশিরা ঝর্ণা হয়, অসীম নিরাপত্তা অনুভবে ।তোমার দুটো চোখে--আমি গোটা পৃথিবীটাই…

 







তোমার উন্মুক্ত বুক ,,,,

আমার খোলা আকাশ --

যেখানে মুখ গুঁজে হারিয়ে যাই তারাদের ভিড়ে, 

জ্যোৎস্নার স্নিগ্ধতা, স্বপ্নের আনাগোনা বক্ষ জুড়ে ।

বাঁধো যখন বাহুডোরে,,,,

খুশিরা ঝর্ণা হয়, 

অসীম নিরাপত্তা অনুভবে ।

তোমার দুটো চোখে--

আমি গোটা পৃথিবীটাই দেখি ,,,

কখনও ভিসুভিয়াসের অগ্ন্যুত্পাত--

আবার কখনও নায়াগ্রার উচ্ছ্বাস, 

কখনও প্রশান্ত মহাসাগর , 

কখনও সুনামি , টর্নেডো,,,

বাঁধ ভাঙা বন্যা, 

কখনও অটল হিমালয়,,,

কখনও সাহারার নির্জনতা--

আবার কখনও অরণ্যের স্নিগ্ধতা ।

তোমার হৃদয়ে কান রেখে শুনি ,,,,

নিপীড়িত মানুষের আর্তনাদ--

হাপরের শব্দ,  ছাদ পেটানোর গান ,

হাতুড়ির ভারী আওয়াজ, 

অনাহারে ক্লিষ্ট শিশুর করুন আর্তনাদ,,,,

মানুষের জীবন যন্ত্রণা,

প্রতিবাদী মিছিলের স্লোগান ,,,,

ভেসে আসে কানে -- "বিপ্লব দীর্ঘজীবী হোক" ।


তোমার এক একটা শব্দ

আমাকে শত পা এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় ,

তোমার বাড়িয়ে দেওয়া হাত ,,,

আমাকে সাহসী করে তোলে 

অজেয় কে জয় করার । ।

No comments