খেজুরী বিধানসভায় গত ইংরাজি ২৮ তারিখ বুধবার সকাল থেকে ৩০ তারিখ শুক্রবার পর্যন্ত মুসলধারায় যে বৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুরো খেজুরী বিধানসভার সমস্ত গ্রাম জলমগ্ন হয়ে গেছে। সাধারন মানুষের হাহাকার পড়ে গেছে। অনেক মাটির বাড়ি …
খেজুরী বিধানসভায় গত ইংরাজি ২৮ তারিখ বুধবার সকাল থেকে ৩০ তারিখ শুক্রবার পর্যন্ত মুসলধারায় যে বৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে পুরো খেজুরী বিধানসভার সমস্ত গ্রাম জলমগ্ন হয়ে গেছে। সাধারন মানুষের হাহাকার পড়ে গেছে। অনেক মাটির বাড়ি ভেঙ্গে গেছে।খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি দাবি করছেন খেজুরীর মানুষের যশের প্রকোপে যে ক্ষতি হয়েছে তারপর এই যে দিনের পর দিন এত ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ক্ষতিপূরণ তিনি কী ভাবে পূরন করবেন।
No comments