Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকৃতির রূপ - সুনীতা পাত্র

১৮ই অক্টোবর মঙ্গলবার সারাদিন নির্মল আড়ম্বর,দিনের শেষে পশ্চিমে লাল আকাশ রক্তঝরা অনল অম্বর।পশ্চিম আকাশে বসুন্ধরা আঁচল পেতে কুঁচিমেলে শান্তমনে বসে,লালপাড় আর নীলছাপ শাড়িতে বসেছিল আনমনা হয়ে।সূর্যাস্তের সিক্ত-স্নিগ্ধ বেলায় বসুন্ধরার শ…

 






১৮ই অক্টোবর মঙ্গলবার 

সারাদিন নির্মল আড়ম্বর,

দিনের শেষে পশ্চিমে লাল আকাশ 

রক্তঝরা অনল অম্বর।

পশ্চিম আকাশে বসুন্ধরা আঁচল পেতে 

কুঁচিমেলে শান্তমনে বসে,

লালপাড় আর নীলছাপ শাড়িতে 

বসেছিল আনমনা হয়ে।

সূর্যাস্তের সিক্ত-স্নিগ্ধ বেলায় 

বসুন্ধরার শান্তি অনুভবে,

পাখিরা ফিরছে নীড়ে,সবুজেরা দাঁড়িয়ে 

চুপচাপ ডালপালা থামিয়ে।

বসুমাতার আঁচলের দাবদাহের মাঝে 

বরফের খন্ডে খন্ডে মেঘের দল,

চুপচাপ দাঁড়িয়ে ইশারায় বলছে

বেলা যায় আবার আসিব ফিরে 

চল ফিরে চল।

কৃষকের ধান,মাঠ,ঘাট সবুজের দল,

গোধূলির রবি বিদায় জানায় মাকে

বিদায়ের বেলা স্তম্ভিত হয়ে 

দাঁড়িয়ে থাকে অপূর্ব দৃশ‍্যে।

No comments