Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একতা পরিষদের প্রতীকি রথে চড়ে মাসিরবাড়ির উদ্দেশ্যে জগন্নাথ,বলরাম, সুভদ্রা

কোভিড১৯ জন্য এবারেও গড়াবে না সুতাহাটার একতা পরিষদের রথের চাকা।তবে কোভিড স্বাস্থ্য বিধি মেনে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হবে।মন খারাপ সুতাহাটাবাসীর।২০১৬ সালে প্রথম শুরু হয় সুতাহাটা একতা পরিষদের রথযাত্রা। রাজা হিসেবে রথের আনুষ্ঠান…

 





কোভিড১৯ জন্য এবারেও গড়াবে না সুতাহাটার একতা পরিষদের রথের চাকা।তবে কোভিড স্বাস্থ্য বিধি মেনে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হবে।মন খারাপ সুতাহাটাবাসীর।২০১৬ সালে প্রথম শুরু হয় সুতাহাটা একতা পরিষদের রথযাত্রা। রাজা হিসেবে রথের আনুষ্ঠানিক মাঙ্গলিক কাজ করেছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী।কিন্তু পরপর চার বছর রীতিমতো রথটানা হলেও গতবছর করোনার কোপে বন্ধ হয়ে যায় রথটানা।এবারেও তার পুনরাবৃত্তি হল।প্রত‍্যেক বছর রথকে ঘিরে সুতাহাটা সুবর্ণ জয়ন্তী মাঠে কয়েকদিন ধরে মেলা বসে।চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।অংশ নেয় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা।কিন্তু করোনার জেরে গতবারের মতো এবারেও বসবে না সেই মেলা। তবে রথের দিন আজ সকাল থেকে শুরু হল পুজার্চনা। নির্ধারিত পুরীর জগন্নাথ দেবের রথ যাত্রার পর সমস্ত রথ যাত্রার সূচনা হতো। কিন্তু এবারে সেই নিয়মে ব্যতিক্রম একতা পরিষদের সদস্যদের নিজেদের উদ্যোগে বিকালের পরিবর্তে সকালেই প্রতীকী  ছোট ছোট কাঠের তৈরি তিনটি রথে করে মাসির বাড়ি রওনা দিলেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা।সুতাহাটা একতা পরিষদের সভাপতি সত‍্যব্রত দাস জানিয়েছেন করোনা পরিস্থিতিতে জনসমাগম এড়াতে প্রশাসনের নির্দেশিকা মতোই রথটানা বন্ধ থাকছে।তবে নিয়ম রক্ষার মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান করছি আমরা।

No comments