Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লায়ন্স ক্লাবে হেপাটাইটিস সচেতনতায় সেমিনার

গত দুই বছর ধরে মারন করোনা ভাইরাসের প্রকোপ সারা বিশ্ব জুড়ে ।তার মধ্যে মারন হেপাটাইটিস রোগ নিয়ে সকলেই উদাসীন।অথচ প্রতি ৩০ সেকেন্ডে ভারতে একজন করে মানুষ প্রান হারাচ্ছে। এই অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে  সেমিনারের আয়োজন করলো ক…

 







গত দুই বছর ধরে মারন করোনা ভাইরাসের প্রকোপ সারা বিশ্ব জুড়ে ।তার মধ্যে মারন হেপাটাইটিস রোগ নিয়ে সকলেই উদাসীন।অথচ প্রতি ৩০ সেকেন্ডে ভারতে একজন করে মানুষ প্রান হারাচ্ছে। এই অবস্থায় মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে  সেমিনারের আয়োজন করলো কাঁথি লায়ন্স ক্লাব।

বিশ্ব হেপাটাইটিস ডে উপোলক্ষ্যে বুধবার রাতে ক্লাব গৃহে সচেতনতা সেমিনারের আয়োজন করা হয়।পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র।অন্যান্যদের মধ্যে  ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর অধ্যাপক লক্ষীনারায়ন সাহু ও জোন চেয়ারম্যান সুবিমল মাইতি।হেপাটাইটিস রোধে কি করা দরকার,সংক্রমন এড়াতে কি করা উচিৎ নয় এই সকল বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি ডাঃ জি কে ঘোষ,ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা ও ডাঃ সুতনু দত্ত।

মানুষকে সচেতন করতে ক্লাবের পক্ষ থেকে এদিন একটি মেডিক্যাল বুলেটিন এর প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ক্লাবের মুখপত্র তপন সাহু।বুলেটিনটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটান ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি ডাঃ জি কে ঘোষ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের অবজার্ভেন্স কমিটির চেয়ারম্যান প্রাক্তন সভাপতি অশোক নন্দ

No comments