পাঁশকুড়ার চাঁইপুর বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান হয়। উন্মোচন করেন সমাজসেবী নিরঞ্জন ঘড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি,বি ডি ও ধেনদুপ ভুটিয়া,খন্ডখ…
পাঁশকুড়ার চাঁইপুর বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে বিদ্যাসাগর মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠান হয়। উন্মোচন করেন সমাজসেবী নিরঞ্জন ঘড়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরোজা বিবি,বি ডি ও ধেনদুপ ভুটিয়া,খন্ডখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আভা রানী মান্না, প্রদীপ দাস, কমিটির সভাপতি জন্মেঞ্জয় মান্না প্রমুখ। করোনা পরিস্থিতির কারণে এই দিনটি জেলার বাড়ীতে বাড়ীতে বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়।
No comments