Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাইকোর্টের নির্দেশে রুপণারায়ন নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা ভাঙ্গলো প্রশাসন

স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মহিষাদল ব্লকের নাটশাল-২ ও নাটশাল -১ গ্রামপঞ্চায়েত এলাকার রুপণারায়ন নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটাভাটা ভাঙ্গলো স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার  সকালে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে স…

 






 স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে মহিষাদল ব্লকের নাটশাল-২ ও নাটশাল -১ গ্রামপঞ্চায়েত এলাকার রুপণারায়ন নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ইটাভাটা ভাঙ্গলো স্থানীয় প্রশাসন।বৃহস্পতিবার  সকালে উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রুবেল, ইন ভারত,সুন্দরম ও মাকালি নামক চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়। আগামীদিনে আরো চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হবে বলে প্রশাসনের  পক্ষ থেকে জানানো হয়েছে।এদিন বিএলআরও,  বিডিও সহ বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ,  অল্প সময়ের মধ্যে রুপনারায়ন নদীর পাড়ে একাধিক ইটভাটা অবৈধভাবে গড়ে ওঠে। ফলে পরিবেশ দূষণের পাশাপাশি অবৈধভাবে নদীর চর থেকে মাটি তুলে নেওয়ায় নদী ভাঙ্গন বাড়ছে। এলাকায় সুস্থ পরিবেশ গড়ে উঠুক এবং নদী ভাঙ্গন রোদ করুক প্রশাসন। আমরা এই  আবেদন জানাই প্রশাসনের কাছে। প্রশাসন আমাদের আবেদনে সাড়া দিয়ে ব্যবস্থা গ্রহন করায় আমরা ভীষণ খুশি। মহিষাদলের বিডিও যোগেশ চন্দ্র মন্ডল জানান, স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে রুপনারায়ন নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা আটটি ইটভাটা ভাঙ্গার নির্দেশ এসেছে। সেই নির্দেশ অনুসারে প্রাথমিকভাবে চারটি ইটভাটা ভাঙ্গার কাজ শুরু হয়েছে। আগামীদিনে বাকি চারটা ভাটা ভাঙ্গা হবে।।

No comments