Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্যাকসিন গ্রহনের প্রবনতা বাড়াতে কোভিড সচেতনতা র‍্যালী কাঁথি লায়ন্স ক্লাবের

মারন ভাইরাস করোনার প্রকোপ সাময়িক ভাবে কমলেও আগামী সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বিশাল আকার নিতে পারে বলে আশংকা বিশেষজ্ঞদের।এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলো কাঁথি লায়ন্স ক্লাব।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাস…

 






মারন ভাইরাস করোনার প্রকোপ সাময়িক ভাবে কমলেও আগামী সেপ্টেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বিশাল আকার নিতে পারে বলে আশংকা বিশেষজ্ঞদের।এই পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলো কাঁথি লায়ন্স ক্লাব।ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার সাথে যৌথ ভাবে রবিবার সকালে এই কর্মসূচী পালন করা হয়।

এই কর্মসূচীর উদ্বোধন করেন কাঁথির করোনা ভ্যাকসিনেশানের নোডাল অফিসার ডাঃ  অনুতোষ পট্টনায়ক।অন্যান্যদের মধ্যে ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার জয়েন্ট সেক্রেটারি ডাঃ অয়ন মাইতি,লায়ন্স ডিস্ট্রিক্টের ভ্যাকসিনেশান চেয়ারম্যান আগমনি সিনহা,রিজিওন চেয়ারম্যান অ্যাপোল আলি, জোন চেয়ারম্যান সুবিমল মাইতি,লায়ন্স ক্লাবের সম্পাদক তরুন মহাপাত্র,লায়নেস ক্লাবের সভানেত্রী স্বাগতা নন্দ,লিও  ক্লাবের সভাপতি অরিত্র দে প্রমুখ।

কাঁথি লায়ন্স ক্লাবের ভ্যাকসিনেশান কমিটির চেয়ারম্যান বারিদ বরন মন্ডলের নেতৃত্বে ট্যাবলো সহকারে পদযাত্রা ক্লাব প্রাঙ্গন থেকে শুরু হয়।ক্যালট্যাক্স মোড় হয়ে  ক্যানেলপাড়ে পৌঁছায়।সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে,চৌরঙ্গী মোড় ঘুরে সরস্বতীতলায় ক্লাব প্রাঙ্গনে এসে কর্মসূচীর সমাপ্তি ঘটে।পদযাত্রায় মোড়ে মোড়ে মানুষকে সচেতন করতে পথসভা হয়। বক্তব্য রাখেন নোডাল অফিসার ডাঃ অনুতোষ পট্টনায়ক,কাঁথি লায়ন্স ক্লাবের হেলথ কমিটির চেয়ারম্যান ডাঃ জি কে ঘোষ,ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কাঁথি শাখার জয়েন্ট সেক্রেটারি ডাঃ অয়ন মাইতি,কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ গৌতম জানা প্রমুখ।বক্তারা তাঁদের ভাষনে করোনা সংক্রমনের ভয়াবহতা,এর প্রতিরোধের উপায়,কেন ভ্যাকসিন নেওয়া প্রয়োজন তা সবিস্তারে তুলে ধরেন।নিজেদের পরিবার,সমাজের প্রয়োজনে সবাইকে ভ্যাকসিন নেওয়ার ও মাস্ক,স্যানিটাইজার ব্যাবহারের আবেদন জানান তাঁরা।

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন সেপ্টেম্বরে করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ আটকানোই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।তাই 

সময় হয়ে যাওয়া সত্ত্বেও যারা এখনো দ্বিতীয় ডোজ নেন নি তাদের উদ্দেশ্যে আবেদন জানিয়ে আজ  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর কাঁথি শাখার সাথে যৌথ ভাবে সচেতনতা প্রচার করা হলো ।মাইকিং এর পাশাপাশি লিফলেট ও মাস্ক বিলি করা হয়েছে।সেই সাথে তিনি জানিয়েছেন কাঁথি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের বস্তি এলাকায় এইরকম পরিক্রমা হবে। এবং প্রতিটি বাড়িতে ১৮ বছরের ঊর্ধ্বে যারা এখনো ভ্যাকসিন নেননি তাঁরা কোন  ভ্যাক্সিনেশন সেন্টার থেকে ভ্যাকসিন নেবেন সময় ,তারিখ দিয়ে টোকন দিয়ে আসা হবে।

No comments