Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দীগ্রামে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান দুশো পরিবারের

একুশের বিধানসভা নির্বাচনে সকলের পাখির চোখ ছিল নন্দীগ্রামে।রাজ‍্যে তৃনমূল কংগ্রেস ২১৩ টি আসনে জয়লাভ করলেও নন্দীগ্রাম বিধানসভায় জয় পায় গেরুয়া শিবির।নির্বাচনী ফল ঘোষণার পর বেশ কয়েকবার ফুল বদল হতে দেখা গেছে জমি আন্দোলনের আতুড় ঘরে।শনি…

 





একুশের বিধানসভা নির্বাচনে সকলের পাখির চোখ ছিল নন্দীগ্রামে।

রাজ‍্যে তৃনমূল কংগ্রেস ২১৩ টি আসনে জয়লাভ করলেও নন্দীগ্রাম বিধানসভায় জয় পায় গেরুয়া শিবির।

নির্বাচনী ফল ঘোষণার পর বেশ কয়েকবার ফুল বদল হতে দেখা গেছে জমি আন্দোলনের আতুড় ঘরে।

শনিবার নন্দীগ্রামের ২ দক্ষিণ মন্ডলের আমদাবাদে বিজেপির একটি কার্যকারিণী সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভোট পরবর্তী হিংসার জেরে ঘাস থেকে ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেয় স্থানীয় বেশ কয়েকজন তৃনমূল নেতা-কর্মী।

তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের নন্দীগ্রামে বিজেপির ভাঙন।

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বেশকয়েকটি পরিবারের সদস্যরা।

একসময় যারা তৃণমূল কংগ্রেস করত,তারা বিধানসভা ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনরায় ক্ষমতায় আসার পরেই নন্দীগ্রামে একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।

রবিবার নন্দীগ্রাম ১ নং ব্লকের ভেকুটিয়া ১ নং অঞ্চলের প্রায় ২০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন।

দলের পতাকা তুলে দিলেন নন্দীগ্রাম বিধানসভার কোর্ডিনেটর সেখ সুফিয়ান।

এদিন বিজেপির অন‍্যতম নেতৃত্ব পরিতোষ জানা,বুথ সভাপতি সৌমেন দাস,মহিলা মোর্চার নেত্রী ঝর্ণা মাইতি,আদি বিজেপি নেতা শঙ্কর গর্গ সহ ২০০ পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন।

No comments