সুতাহাটা থানা এলাকায় হোড়খালিতে খালের লকগেটের কাছে একটি দেহ উদ্ধার হয়েছে। দুপুরে এলাকার লোকজন ভেসে থাকতে দেখে , সুতাহাটা থানায় খবর দেয়। সুতাহাটা থানার পুলিস ও স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার হয়। নাম বুদ্ধ দাস,বয়স ৪৬ ঘটনার…
সুতাহাটা থানা এলাকায় হোড়খালিতে খালের লকগেটের কাছে একটি দেহ উদ্ধার হয়েছে। দুপুরে এলাকার লোকজন ভেসে থাকতে দেখে , সুতাহাটা থানায় খবর দেয়। সুতাহাটা থানার পুলিস ও স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার হয়। নাম বুদ্ধ দাস,বয়স ৪৬ ঘটনার পাশের গ্রাম বেগনাবেড়িয়া।জানা যায়,মৃত বুদ্ধ দাস চোখে কম দেখতে পেত। কিভাবে খালে পড়ে মারা গেল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস। প্রাথমিকভাবে ধারনা, পথে চলতে গিয়ে খালে পড়ে মারা গেছে।দেহটি উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
No comments