Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফেলে আসা দিনের কথা -সমর সিনহা

সেই দিনটাই ভাল ছিল, / আদর সোহাগ, স্নেহের চাপড় সব ছিল। / মায়ের হাসি মুখ ছিল / ভায়ের আদর খুনসুটি ছিল। /  হাত পাখার হাওয়ার দিদার কাছে শোয়া ছিল। / আজকে সব পাল্টে গেল, / একান্ন ভেঙে এক হল। / ছোট ছোট খুপরি ঘরে, / জীবন অতিষ্ঠ হল। / সন্ধ…

 




সেই দিনটাই ভাল ছিল, / আদর সোহাগ, স্নেহের চাপড় সব ছিল। / মায়ের হাসি মুখ ছিল / ভায়ের আদর খুনসুটি ছিল। /  হাত পাখার হাওয়ার দিদার কাছে শোয়া ছিল। / আজকে সব পাল্টে গেল, / একান্ন ভেঙে এক হল। / ছোট ছোট খুপরি ঘরে, / জীবন অতিষ্ঠ হল। / সন্ধ‍্যেয় আর প্রদীপ জ্বলে না / প্রভাতে পড়ে না ঝাট / এখন শুধুই মোবাইলের আলোয়, শিশুরা করে যে পাঠ। / মা বাবার ঠাই হয় না হেথায় / বড় ছোট মোর ঘর / একান্নবর্তী ক'দিনের কথা, কত জনমের পর। / এই বেশ ভালো আছি। / কেউ কোথাও নেই / কারও কথা শোনা নেই, / কপোত কপোতী আছি উচ্চ বৃক্ষ চূড়ে / বাধি নীড়, থাকি সুখে। / কিন্তু মাঝে মাঝে হায় / মনে কেন পড়ে যায়, / সে দিনের কথা / যে কথা সারা জীবন, / মনের অতল কোণে, আছিল লুকায়ে। / মুখে যত বলি না কো / মনে মনে ঠিক জানি / সেই দিন গুলি মোর / সোনার খাচাতে আর রইল না।

No comments