Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাই মাদ্রাসা পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তি করার প্রশ্নে তুচ্ছতাচ্ছিল্য ও বঞ্চিত করছেন শহরের বেশকিছু নামীদামী বিদ্যালয়

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তি করার প্রশ্নে তুচ্ছতাচ্ছিল্য ও বঞ্চিত করছেন কাঁথি শহরের বেশকিছু নামীদামী বিদ্যালয়।


মাদ্রাসা বোর্ডের ২০২১ সালের হাই মাদ্রাসা পরীক্ষ…

 



পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে ভর্তি করার প্রশ্নে তুচ্ছতাচ্ছিল্য ও বঞ্চিত করছেন কাঁথি শহরের বেশকিছু নামীদামী বিদ্যালয়।




মাদ্রাসা বোর্ডের ২০২১ সালের হাই মাদ্রাসা পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৭৭৬ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে রামনগরের কাঁটাবনি অাটমহল ইসলামিয়া হাই মাদ্রাসার ছাত্রী অায়েসা সিদ্দিকা। অায়েসা সিদ্দিকা র বাড়ী কাঁথি পৌরসভার ১ নং ওয়ার্ডের দারুয়া এলাকায়।তার বাবা সেক অাতাউর রহমান একজন স্কুল শিক্ষক। স্বাভাবিক ভাবেই অাতাউর রহমান তাঁর মেয়ে অায়েশা সিদ্দিকা কে একাদশ শ্রেণীতে ভর্তি করার জন্য জন্য কাঁথি হিন্দু গার্লস স্কুলে যান।কাঁথি হিন্দু গার্লস স্কুল কতৃপক্ষ  মাদ্রাসা বোর্ডের ছাত্রছাত্রীদের পড়াশোনা র মানকে শুধু তুচ্ছতাচ্ছিল্য করা নয়,মাদ্রাসা বোর্ডের সরকারী অনুমোদন নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। অবশেষে কাঁদতে কাঁদতে মেয়েকে নিয়ে ফিরে অাসেন অাতাউর রহমান। পরে অাতাউর ঘটনার সবিস্তারে উল্লেখ করে প্রতিকারের দাবীতে  মাদ্রাসা বোর্ডের সভাপতি, রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা মন্ত্রী, মৎস্য মন্ত্রী অখিল গিরি, কাঁথি পৌরসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন সহ জেলাশাসক, মহকুমাশাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে ই-মেইল বার্তা পাঠিয়েছেন। প্রাক্তন প্রধান শিক্ষক তথা পৌরসভার শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত প্রশাসকমন্ডলী র সদস্য মামুদ হোসেন জানান এই অভিযোগের বিষয়ে কাঁথি হিন্দু গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা র সাথে কথা বলে উদ্ভূত সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।

No comments