Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভারতীয় মানক ব্যুরো, পূর্ব ক্ষেত্রীয় কার্যালয়, কোলাকাতার আয়োজনে হলমার্কিং অংশীদারীদের সভা অনুষ্ঠিত হল

শনিবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় একটি সভাকক্ষে ভারতীয় মানক ব্যুরো, পূর্ব ক্ষেত্রীয় কার্যালয়, কোলাকাতার আয়োজনে( Bureue Of Ibdian Standards,  Eastern Regional Office,Kolkata) হলমার্কিং অংশীদারীদের সভা অনুষ্ঠিত হল।স্বর্ণ ব্যবসার ক্ষ…

 








শনিবার পূর্ব মেদিনীপুরের মেছেদায় একটি সভাকক্ষে ভারতীয় মানক ব্যুরো, পূর্ব ক্ষেত্রীয় কার্যালয়, কোলাকাতার আয়োজনে( Bureue Of Ibdian Standards,  Eastern Regional Office,Kolkata) হলমার্কিং অংশীদারীদের সভা অনুষ্ঠিত হল।স্বর্ণ ব্যবসার ক্ষেত্রে ভারত সরকারের নতুন নিয়ম চালু করেছে।আর এই নতুন নিয়ম কি কি পালন করতে হবে বা ব্যবসায়ীরা কি সমস্যায় পড়েছে এই নিয়েই পূর্ব, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে  হলমার্কিং অংশিদারীদের সভা অনুষ্ঠিত হয় পূর্ব মেদিনীপুরের মেছেদা স্টার ভিলেজ গেষ্টহাউসে।এই সভায় সমস্ত ধরনের হলমার্কিং জুয়েলারী দোকানের মালিকরা উপস্থিত ছিলেন। সোনার হলমার্কিং নিয়ে নানান আলোচনার পাশাপাশি খাঁটি সোনার হলমার্কিং গহনা বিক্রির ওপর জোর দেয় হলমার্কিং অংশিদারীরা।পূর্বে চারটে গ্রেডের ওপর হলমার্কিং হয়ে আসছিল সেখানে আরও দুটি গ্রেড যোগ হয়ে মোট ছয়টি গ্রেডের হলমার্কিং করা শুরু হয়েছে নতুন  হলমার্কিং নিয়মে।যদিও তাঁর ওপর বাধ্যতামূলক করেনি পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী।গ্রাহকেরাও যাতে নিশ্চিন্তে সোনার গহনা কিনতে পারে সে বিষয়েও এদিন সভায় গুরুত্ব দিয়ে আলোচিত হয়।এদিন দপ্তরের একাধিক আধিকারিকের উপস্থিতিতে এই সভা আয়োজিত হয়।

No comments