Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভা নিমতৌড়ী শিক্ষক ভবনে  অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোঅরডিনেটর তথ…

 




পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বর্ধিত সভা নিমতৌড়ী শিক্ষক ভবনে  অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস কোঅরডিনেটর তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, প্রাক্তন মন্ত্রী অধ্যাপক জ্যোতির্ময় কর,জেলা কোঅরডিনেটর মামুদ হোসেন, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সুকুমার দে, প্রাক্তন বিধায়ক অমিয় ভট্টাচার্য, বিধায়ক উত্তম বারিক, বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক তিলক চক্রবর্তী, বিধায়ক তরুণ মাইতি, গৌরমোহন দাস ঠাকুর, সভাধিপতি দেবব্রত দাস, সহকারী সভাধিপতি সেক সুপিয়ান, মেন্টর অসিত ব্যানার্জী,কোমেন্টর হাবিবুর রহমান, তাপস মাইতি, কাজল বর্মন, স্বপন নস্কর প্রমুখ নেতৃবৃন্দ। জেলা পরিষদের শূন্য মৎস্য ও প্রানী সম্পদ স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে সোমনাথ বেরা কে মনোনীত করা হয়।জেলা পরিষদের বিভিন্ন স্হায়ী সমিতির শুন্য সদস্য পদে যথাক্রমে সেক অাহমেদ উদ্দিন ( শিক্ষা), সোনালি মান্না(কৃষি), অনুপ গিরি(পূর্ত), রিজিয়া খাতুন (কৃষি), পটল অাদক(পূর্ত), নাসিমা খাতুন ও সোমা রানা( জনস্বাস্হ্য)অঞ্জলি বিশাল(খাদ্য) প্রমুখকে মনোনীত করা হয়।তমলুক -ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সভাপতি পদ থেকে অপসারণের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দায়িত্ব মৎস্য মন্ত্রী অখিল গিরি, বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সুকুমার দে র উপর অাজকের সভায় অর্পণ করা হয়।কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলে পেট্রো পণ্য, রান্নার গ্যাস,নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের মূল্য বৃদ্ধি র বিরুদ্ধে প্রতিবাদ অান্দোলন তীব্র করার প্রস্তাব নেওয়া হয়।দলীয় শৃঙ্খলা ও সমন্বয় রক্ষার উপর কোর কমিটির সভায় সকল সদস্য গণ গুরুত্ব অারোপ করেন।

No comments