পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে ও সর্বজনীন টীকাকরণের দাবিতে সামসাবাদ অঞ্চলের ডাকে বুড়ির মোড় থেকে মীরের বাজার পর্যন্ত CPI(M) এর বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো। মিছিলে নেতৃত…
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির বিরুদ্ধে ও সর্বজনীন টীকাকরণের দাবিতে সামসাবাদ অঞ্চলের ডাকে বুড়ির মোড় থেকে মীরের বাজার পর্যন্ত CPI(M) এর বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হলো।
মিছিলে নেতৃত্ব হিসাবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমঃ পরিতোষ পট্টনায়ক,নন্দীগ্রাম এরিয়া কমিটির সম্পাদক মহাদেব ভূঞ্যা, রামহরি পাত্র, রবিন মাইতি, বুদ্ধদেব পড়ুয়া সহ যুব নেতৃত্ব দেবেশ ভূঞ্যা, জুলফিকার আলি, জিয়াউর রহমান(১), জিয়াউর রহমান(২), ইব্দুল হোসেন, সেক গোলাম মোর্তাজা প্রমুখ।
২৩ শে জুলাই'২০২১ শুক্রবার
No comments