বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হনুমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বনদপ্তরের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে।গত ২১ জুলাই হলদিয়ার সুতাহাটা ব্লকের আশদতলিয়া গ্ৰামের নিরঞ্জন শুকুলের বাড়ির সামনে বিদ্যুৎপৃষ্ট হয় একটি হনু…
বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর জখম হনুমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর বনদপ্তরের হাতে তুলে দিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে।গত ২১ জুলাই হলদিয়ার সুতাহাটা ব্লকের আশদতলিয়া গ্ৰামের নিরঞ্জন শুকুলের বাড়ির সামনে বিদ্যুৎপৃষ্ট হয় একটি হনুমান।আহত হুনুমানটিকে জল ও ঔষধের দ্বারা প্রাথমিক চিকিৎসা করা হয় । ২২শে জুলাই বালুঘাটা বনদপ্তরের গাড়ি এলে খাঁচায় বন্দী করে হনুমানটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক নকুল চন্দ্র ঘাঁটী, কেন্দ্রের সম্পাদক মণীন্দ্র নাথ গায়েন, সহ সম্পাদক সুকুমার মাইতি,সুকমল প্রধান ,অংশুমান মাইতি প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments