কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে ,পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস সহ প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও রাজ্য সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার বিভি…
কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে ,পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস সহ প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও রাজ্য সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে। প্রাকৃতিক বিপর্যয় সত্তেও ২৩ শে জুলাই' ২১ বিকেলে মহিষাদল ব্লক বামফ্রন্টের ডাকে বিশাল মিছিল মহিষাদল তেরপ্যাখিয়া মোড় হতে শুরু হয়। মহিষাদল কলেজ হয়ে, বাজার এলাকা পথপরিক্রমা করে মিছিল চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন সি,পি,আই(এম) রাজ্য কমিটির সদস্য কমঃ হিমাংশু দাস, পরিতোষ পট্টনায়েক, শান্তনু দাস, সচিন কাপ,মানব মাইতি সহ বামফ্রন্টের নেতৃত্বগন। মিছিলের শেষে চৌরাস্তা মোড়ে একটি সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সি,পি,আই (এম)র জেলা কমিটির সদস্য শান্তনু দাস। বক্তব্য রাখেন বামফ্রন্টের পূর্ব মেদিনীপুর জেলার আহ্বায়ক তথা সি,পি,আই (এম)র জেলা সম্পাদক নিরঞ্জন সিহি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক, আর,এস,পির নেতা নারায়ন সামন্ত প্রমূখ বাম নেতৃত্বগন বক্তব্য রাখেন।
No comments