পূর্ব মেদিনীপুর জেলার বৃহন্নলা ( হিজড়া ) দের অভিযোগ ছিল জেলা শাসকের কাছে ,তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য এলাকার স্বাস্থ্যকর্মী বা আশা কর্মীরা কোন উদ্যোগ নেয় না এবং সুপারিশ করে না।তারা প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়ে বিভিন্ন বাড়ীওয…
পূর্ব মেদিনীপুর জেলার বৃহন্নলা ( হিজড়া ) দের অভিযোগ ছিল জেলা শাসকের কাছে ,তাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য এলাকার স্বাস্থ্যকর্মী বা আশা কর্মীরা কোন উদ্যোগ নেয় না এবং সুপারিশ করে না।তারা প্রত্যন্ত গ্রামগুলিতে গিয়ে বিভিন্ন বাড়ীওয়ালা দের কচিকাঁচা ছেলেমেয়েদের কে নাচ-গান দেখিয়ে অর্থ সংগ্রহ করতো তাদের জীবন ধারণ করার জন্য। কিন্তু করোনা আবহের জন্য তাদেরকে গ্রামের বাসিন্দারা বাবাড়িওয়ালারা বাড়ীর ভেতর ঢুকতে দিচ্ছে না ।এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়নি। তাদের জন্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বা এলাকার আশা কর্মীরা সুপারিশ করে না। হলদিয়ার মহকুমা শাসক বৃহন্নলাদের ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিলেন।আজ হলদিয়া পৌরসভার পৌর পারিষদ জয়ন্তি রায় দণ্ড পাঠ এর তত্ত্বাবধানে হলদিয়ার ১৬ জন বৃহন্নলা বা হিজড়া গভর্মেন্ট হাইস্কুল থেকে first dose vaccine ভ্যাকসিন নেয়। বলে জানিয়েছেন জয়ন্তি রায় দণ্ডপাট ।উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌর পারিষদ স্বপন নস্কর প্রমুখ।
No comments