তমলুক ব্লকের নিলকুণ্ঠ্যা অঞ্চলে দামোদরপুর গ্রামে বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভ্যাকসিন থেকে বঞ্চিত বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে তারা বিজেপি করার জন্য আমাদের ভ্যাক্সিনেশন করাচ্ছে না,এবং বেছে বেছে তৃণমূলের বাড়ির লোকেরা…
তমলুক ব্লকের নিলকুণ্ঠ্যা অঞ্চলে দামোদরপুর গ্রামে বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভ্যাকসিন থেকে বঞ্চিত বলে অভিযোগ। গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে তারা বিজেপি করার জন্য আমাদের ভ্যাক্সিনেশন করাচ্ছে না,এবং বেছে বেছে তৃণমূলের বাড়ির লোকেরা ভ্যাকসিন পাচ্ছে। বিক্ষোভরত বাসিন্দাদের অভিযোগ যে এলাকার আশা কর্মীরা ও এলাকার তৃণমূল নেতারা ভ্যাকসিন প্রাপকদের নাম লিস্ট তৈরি করছেন। তারা বেছে বেছে নিজেদের দলের সমর্থকদের দিচ্ছেন, বিজেপির কেউ ভ্যাকসিন পাচ্ছে না। যদিও আশা কর্মীরা সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, ভ্যাকশিনের সাপ্লাই কম, তাই একটু অসুবিধা হচ্ছে। আর শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন তারা।
No comments