শুক্রবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের নেতৃত্বে স্বাস্থ্যদপ্তরের একটি প্রতিনিধি দল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখলেন। এদিন বিকেল ৩টে নাগাদ তাঁরা নিমতৌড়িতে জেলাশাসক অফিসে যান। স…
শুক্রবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের নেতৃত্বে স্বাস্থ্যদপ্তরের একটি প্রতিনিধি দল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখলেন। এদিন বিকেল ৩টে নাগাদ তাঁরা নিমতৌড়িতে জেলাশাসক অফিসে যান। সেখানে জেলাশাসক পূর্ণেন্দু মাজির উপস্থিতিতে বৈঠক হয়। সেই বৈঠক শেষ করে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও তাঁর টিম তমলুক শহরে সালগেছিয়ায় পুরনো ডিএম অফিস ক্যাম্পাস এবং নির্মীয়মাণ মেডিক্যাল কলেজ ঘুরে দেখেন। ২৮জুলাই রাজ্য সরকারের পক্ষ থেকে নির্মীয়মাণ ছ’টি মেডিক্যাল কলেজ হাসপাতালের নামকরণ করা হয়েছে। তমলুকের মেডিক্যাল কলেজের নামকরণ হয়েছে, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
আগামী শিক্ষাবর্ষ থেকেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ চালু করতে চায় রাজ্য। সেজন্য অধ্যক্ষ, মেডিক্যাল সুপার কাম ভাইস প্রিন্সিপাল সহ মোট ২৪৪টি পদ তৈরি করা হয়েছে। এদিন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ পরিদর্শক টিম জেলাশাসকের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে দু’টি প্রস্তাব দেওয়া হয়। প্রথমত, আগামী নভেম্বর মাসের মধ্যেই নির্মীয়মাণ মেডিক্যাল কলেজ ভবনের কাজ সম্পূর্ণ করা হবে। এই মুহূর্তে কাজ অনেকটাই বাকি থাকলেও আগামী কয়েকমাস গতি বাড়ানো হবে। দ্বিতীয়ত, বিকল্প হিসেবে সালগেছিয়ায় পুরনো জেলাশাসকের অফিসে আগামী শিক্ষাবর্ষ থেকে মেডিক্যাল কলেজের পড়াশোনা চালু করা যেতে পারে। এদিন বৈঠক শেষে পরিদর্শক টিম(প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) প্রথমেই পুরনো জেলাশাসক অফিস ক্যাম্পাস ঘুরে দেখেন। গত ডিসেম্বর মাসে জেলা কালেক্টরেট তমলুক শহর থেকে নিমতৌড়িতে স্থানান্তর হয়েছে। যদিও পুরনো ডিএম অফিসে এখন তমলুক সদর মহকুমা শাসকের অফিস চলছে। ওই বিল্ডিংয়ে মেডিক্যাল কলেজ চালু হলে সেক্ষেত্রে এসডিও অফিস অন্যত্র স্থানান্তর করতে হবে। এদিন পুরনো ডিএম অফিস পরিদর্শন করার সময় মন্ত্রী সৌমেন মহাপাত্র ছিলেন। সৌমেনবাবু বলেন, তমলুক মেডিক্যাল কলেজের জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি করেছে রাজ্য। নামকরণও করা হয়েছে। নির্মাণের কাজ দ্রুত শেষ করার সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পূর্ব মেদিনীপুর জেলাবাসীর মেডিক্যাল কলেজের স্বপ্নপূরণ হতে চলেছে। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তমলুক জেলা হাসাতাল চত্বরে মেডিক্যাল কলেজ নির্মাণের কাজ ঘুরে দেখেন। ওই টিমে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি(পিআইসি)-র সদস্য এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্যায়, স্বাস্থ্যদপ্তরের স্পেশাল সেক্রেটারি তমালকান্তি ঘোষ, পিজির ডিরেক্টর মৃন্ময় বন্দ্যোপাধ্যায় প্রমুখ ছিলেন। দেবাশিসবাবু বলেন, সামনের বছর থেকে একশো আসন নিয়ে এই মেডিক্যাল কলেজ চালু হবে। তারই প্রস্তুতি দেখতে আমরা এসেছি। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে যেভাবে কাজ চলছে তাতে খুশি। আমরা আরও ছ’মাস হাতে সময় পাব। আশা করি, সবাই মিলে কাজ করতে পারব। রাজ্যের শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে পরিকাঠামো পরিদর্শনে মন্ত্রী সৌমেন মহাপাত্র। নিজস্ব চিত্র
No comments