Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

চাঁদ জেগে থাকবে- সত্যেন্দ্রনাথ বেরা

চৈত্রে ফুল ঝরলেও আমিতো দেখতে পাই পুষ্পহীন শাখায় লেগে আছে নতুন ফুল ।
অন্ধকারে লোকে পথ হারালেও আমি তো বেশ বুঝতে পারিঅন্ধকার শুয়েআছে কুমারী মেয়ের মত আমার বুকের চাতাল জুড়ে। 
কোন কিছু যেন শেষ হয় না , অনিঃশেষ সুর বাজে জীবনের ভুবন ডাঙ…

 

 

চৈত্রে ফুল ঝরলেও 

আমিতো দেখতে পাই পুষ্পহীন শাখায় 

লেগে আছে নতুন ফুল ।


অন্ধকারে লোকে পথ হারালেও 

আমি তো বেশ বুঝতে পারি

অন্ধকার শুয়েআছে কুমারী মেয়ের মত আমার 

বুকের চাতাল জুড়ে। 


কোন কিছু যেন শেষ হয় না , অনিঃশেষ সুর বাজে জীবনের ভুবন ডাঙ্গায় ।

 নক্ষত্র ঝরে যায় আকাশের গায় 

কিন্তু আমি দেখি অসংখ্য নক্ষত্র আকাশগঙ্গায়

 আলোর জলসা বসায় ।

বর্ষা যতই আনুক বিরহের বার্তা।

 আমি বেশ তাল তমাল হয়ে দাড়িয়ে থাকি

 প্রেমের বৃন্দাবনে  অঝোরে ভিজতে ।


যা পেলাম না

 যদি মনে করি তারই ভিতর আছি । 

আমি আছি যুবকের উদোম বুকে ,

যুবতীর অনাঘ্রাত সরসিজ প্রেমে ,

 মহুয়ার মাতাল হাওয়ায় ,  

কামিনীর গন্ধ ভরা রাতে, সোহাগীর দুচোখ জুড়ে কৃষ্ণ পল্লবে।


 বিদ্যুৎ তো লুকিয়ে থাকে কালো মেঘের বুকে

 নিরভিমানে, কই কিছু বললে না তো!

 দুঃখ করোনা  ......

 উঠানে মাদুর পাতো ,মাটির চাঁদটিকে বসতে বল। বাহিরের আকাশের চাঁদ ডুবে গেলেও

 তোমার অন্তঃপুরের চাঁদ জেগে থাকবে

 দু চোখে ভালো বাসার আলো জ্বেলে  ।

No comments